নির্বাক মা শিরিন আক্তার। নিথর হয়ে পড়ে আছেন হাসপাতালের বিছানায়। আগুনে পুড়িয়ে মারা হলো তাঁর নয়নের মণি নুসরাত জাহান রাফিকে। বাবা মাওলানা এ কে এম মুসা কিছুক্ষণ পরপর হাউমাউ করে কেঁদে উঠছিলেন।