৩ দিন ব্যাপি এডভান্স ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার – ফ্রি ওয়ার্কশপ দিচ্ছে স্মার্ট আউটসোর্সিং সলিউশন
৩ দিন ক্লাস হবে ।
শুক্রবার ,শনিবার ও রবিবার বিকাল ৪ টা থেকে শুরু
সরাসরি ফোন করুন ☎️ 0258156201,01537587949
আমরা সবাই স্বপ্ন দেখি সাফল্য অর্জনের। অনেকে চেষ্টাও করি। কিন্তু কেন যেন কাঙ্খিত সাফল্য ধরা দিতে গিয়েও ধরা দেয়না। বার বার সফলতার কাছে গিয়েও ফিরে আসতে হচ্ছে। ঠিক এই সময়ে আপনার প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, কারণ একমাত্র সঠিক দিকনির্দেশনাই পারে আপনার প্রবল ইচ্ছা শক্তি এবং তীব্র চেষ্টাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে।
এডভান্স ডিজিটাল মার্কেটিং হোক আপনার সফল হবার শক্ত হাতিয়ার। বিশ্বব্যাপী এডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপক ব্যবহারের পাশাপাশি আমাদের দেশেও এখন এডভান্স ডিজিটাল মার্কেটিং এর প্রচুর চাহিদা।
আপনিও কি গড়তে চান স্মার্ট ক্যারিয়ার? আয় করতে চান লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট থেকে? ফ্রি ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন এই লিংকেঃhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSffNseFZum3iqNTOAKxNCWmuRaDIEV7OtiuVynPY_vnTVmRCg/viewform
ওয়ার্কশপে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে
👉এডভান্স ডিজিটাল মার্কেটিং কি?
👉ট্রেডিশনাল মার্কেটিং এর সমস্যাগুলো কি কি?
👉কিভাবে এডভান্স ডিজিটাল মার্কেটিং কে ট্রেডিশনাল মার্কেটিং সঙ্গে কম্বাইন্ড করা যাবে?
👉বাংলাদেশী ও ইন্টারন্যাশনাল কোম্পানি গুলোর জন্য এডভান্স ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কী?
👉বাংলাদেশে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং এর ভূমিকা, যেখানে ইন্টারনেটের অনুপ্রবেশ 1% এর ও কম?
এটি এমন একটি স্কিল যা আপনাকে নিজের বিজনেস ডেভেলপ করার সাথে সাথে ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেসে অথবা লোকাল অর্গানাইজেশন গুলোতেও কাজ করার সুযোগ করে দিবে।
ওয়ার্কশপে আপনি শিখতে পারবেন:
✍ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ও ইন্সটাগ্রাম মার্কেটিং কিভাবে করবেন
✍অনলাইনে নিজের ব্যবসার মার্কেটিং পদ্ধতি
✍কিভাবে গুগল সার্চ এ আপনার ওয়েবসাইটকে প্রথম পেজে নিয়ে আসবেন? (SEO)
✍ফেসবুকে এড দেয়ার সঠিক ও কার্যকর পদ্ধতি
✍ফেসবুকে পিক্সেল ও রিটার্গেটিং কিভাবে করবেন
✍গ্রাফিক্স ডিজাইন
✍এফিলিয়েট মার্কেটিং
✍ই-কমার্স
✍এফ কমার্স
✍ইমেইল মার্কেটিং
✍ইমেজ বা কোম্পানি ব্রান্ডিং
✍ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা মার্কেটিং প্রক্রিয়া
✍ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে।
✍ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন।
🔴 কে ওয়ার্কশপ এ আসতে পারবে?
যে কেউ আমাদের ওয়ার্কশপে যোগদান করতে পারবেন।
ওয়ার্কশপ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে ।
💠💠রেজিস্ট্রেশন লিংক: (আসন সীমিত) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSffNseFZum3iqNTOAKxNCWmuRaDIEV7OtiuVynPY_vnTVmRCg/viewform
Smart Outsourcing Solutions
আজই চলে আসুন নিচের ঠিকানায়ঃ
104,Capital Super Market,1st Floor Room-43,Green Road, (আনন্দ সিনেমা হলের ও ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে, এবং কাশুন্দী রেস্তোঁরা এর বিপরীত পাশে), Farmgate, Tejgaon, Dhaka, Bangladesh 1215
আপনার মতামত লিখুন :
ই-কমার্স এফিলিয়েট মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post