
গেল সপ্তাহে মুক্তির কথা থাকলেও অপেক্ষার অবসান ঘটিয়ে এক সপ্তাহ পর আজ শুক্রবার সারা দেশব্যাপী মহাসমারোহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি। এ ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।
ছবিটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস।
অনেক অনিশ্চয়তার বাঁধা পেরিয়ে গতকাল সন্ধ্যায় আনকাট সেন্সর ছাড়পত্র পায় শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত এ ছবিটি। এখন পর্যন্ত ১১৩টি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাচ্ছে ভৌতিক এ ছবিটি।
ভৌতিক এই ছবিতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। আর এ ছবিতে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
ছবিতে আরও দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতার অধিকারী শাকিব খান। খুনের কারণে শাকিবকে তাড়া করে পুলিশ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ভুতকে আইনের হাতে তুলে দিতে দ্বারস্থ হন তিনি।
‘নাকাব’ আনকাট সেন্সর সনদ পাওয়ায় উচ্ছ্বসিত শাকিব খান বলেন, ‘নাকাব একটি ভালো ছবি। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। গত ২১ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায় ছবিটি। আমাদের সবার ইচ্ছে ছিল ছবিটি কলকাতা ও বাংলাদেশের দর্শকরা একসঙ্গে উপভোগ করবেন। কিন্তু কিছু মানুষের কারণে ছবিটি বাংলাদেশে একসাথে মুক্তি পায়নি। এক সপ্তাহ পর আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। আশা করি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবেন।’
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post