
ইরাকে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
শুক্রবার (২১ জুন) রাজধানী বাগদাদের বালাদিয়াতের ইমাম মাহদি আল-মুন্তাদর মসজিদে ওই বিস্ফোরণ ঘটে। এসময় জুমআ’র নামাজ আদায়ে মসজিদে জড়ো হয়েছিলেন মুসল্লিরা।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই বাগদাদে এ ধরনের সবচেয়ে বড় ঘটনা। তবে এখনো এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
পুলিশের ক্যাপ্টেন আহমেদ খালাফ আনাদোলু এজেন্সি-কে বলেন, এক অজ্ঞাত হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে এ হামলা চালায়। সে বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার একটি মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। পরে আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post