
সিলেটের মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে । দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৩ জুন) দিবাগত রাত সাড় ১১টায় সিলেটের মৌলভীবাজারে ঢাকাগামী উপবন এক্সপ্রেস এ দুর্ঘটনা কবলে পড়ে। এতে ৫টি বগি লাইনচ্যুৎ হয়। এর মধ্যে ১টি বগি যাত্রীসহ খালে পড়ে।
মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচর সেতু ভেঙে এ ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে সময় নিউজকে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার বহু হতাহতের শঙ্কা রয়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়তে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post