
যশোরের বেনাপোল শার্শার সীমারেখা আমড়াখালী নামক স্থান থেকে সালাম নামে (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি উদ্ধার হয়। উদ্ধারকৃত মৃত সালাম বেনাপোল পাটবাড়ি এলাকার জাফর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে লাশটি আমড়াখালী বিজিবি চেকপোষ্টের দক্ষিণপাশে রেল ব্রিজের নীচে খালের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বেনাপোল ও শার্শা থানার পুলিশ এসে দেখে লাশটি শার্শা থানার অংশে পড়ে আছে। তখন শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
শার্শা থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, লাশের গায়ে কোন আঘাতের চিহৃ নেই। “Ftv News”
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post