
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় ওসি, এসপিসহ চার পুলিশ কর্মকর্তার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট দফতরে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) তদন্ত কমিটির প্রধান ডিআইজি এস এম রুহুল আমিন এ তদন্ত প্রতিবেদন জমা দেন।
নুসরাত হত্যার ঘটনায় ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপপরিদর্শক মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউসুফ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের গাফিলতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে সুপারিশও করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post