
ডাকসু নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
সোমবার (১১ মার্চ) দুপুরে তিনি এ মন্তব্য করেন। এদিকে কুয়েত মৈত্রী হলসহ বেশ কয়েকটি হলে অনিয়মের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তবে কয়েকটি সংগঠনের ভোট বর্জনের ঘটনায় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অধ্যাপক ড. আখতারুজ্জামান, আমি খুব আনন্দিত অনুভব করছি। আমাদের শিক্ষার্থীরা যেভাবে সুশৃঙ্খলভাবে পারস্পরিক শ্রদ্ধা রেখে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে তা প্রশংসনীয়।
তিনি আরো বলেন, এটা আমাদের অনুপ্রেরণা দেয় সামনের দিনগুলোতে ডাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত করার।
আপনার মতামত লিখুন :
ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ভোটা
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post