
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামীকাল বুধবার (০৬ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হতে পারে। ইতিমধ্যেই তার জন্য কেবিন বুক করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে খালেদার সুচিকিৎসা নিশ্চিতের দাবি নিয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয় দেখা করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল খালেদা জিয়ার সুচিকিৎসা দেয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বেগম জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউ হাসপাতালে দুই দফা চিকিৎসা নেন তিনি। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করে দিয়েছেন উচ্চ আদালত।
আপনার মতামত লিখুন :
কারাগার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বেগম খালেদা জিয়া
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post