মধুর ক্যান্টিনের সামনে গেলে চোখে পড়ে ছাত্রলীগের সভাপতির বিশাল ব্যানার। ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতির পক্ষে সেখানে ভোট চাওয়া হয়েছে। বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে কিছু রঙিন পোস্টারও। যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। ছাত্রলীগের বিরুদ্ধে অন্য সংগঠনের রয়েছে আরো বেশ কিছু অভিযোগ।
জিএস পদে স্বতন্ত্র প্রার্থী এ.আর.এম. আসিফুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীদের বাড়িতে ফোন দিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এগুলো সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুরু বলেন, কিছু সংগঠন হলের ভেতর গিয়ে তাদের প্যানেল পরিচিতির লিফলেট দিচ্ছে। অথচ প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
বামপন্থী জোট থেকে জিএস পদে প্রার্থী উম্মে হাবিবা বেনজির বলেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে প্রার্থী আনিসুর রহমান অনিক বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগে এ ধরণের প্রচারণা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
তবে ছাত্রলীগ বলছে একটা পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব পোস্টার লাগিয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সঞ্জিত চন্দ্র দাস বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে আমাদের কথা হয়েছে। ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য কোন কুচক্রী মহল এ কাজ করে থাকতে পারে বলে তারা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সুস্পষ্টভাবে আচরণবিধিতে উল্লেখ করা আছে, আচরণবিধি ভঙ্গ করলে অর্থদণ্ড থেকে শুরু করে প্রার্থিতাও বাতিল হতে পারে।
উপাচার্যের কাছে নির্বাচনের পরিবেশ নিয়ে লিখিতভাবে নানা অভিযোগ করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা।
আপনার মতামত লিখুন :
ছাত্রদল ছাত্রলীগ ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post