
পশ্চিমবঙ্গের কলকাতায় ধর্ষককে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন এক বিধবা নারী। বুধবার( ৬ মার্চ) কলকাতা পুলিশ এমন তথ্য জানায়।
বার্তা সংস্থা এএফপি জানায় , সোমবার( ৪ মার্চ) উত্তর কলকাতায় নিজ বাড়িতে ৩৫ বছর বয়সী ওই বিধবার বাড়িতে ঢুকে ধর্ষণ করেন এক ব্যক্তি। এ সময় ওই নারীর সন্তানরা বাইরে ছিল।
ওই নারী বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সজল কান্তি বিশ্বাস জানান, ধর্ষণের পর ওই ব্যক্তি নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় বিধবার মুখ ও হাত পুড়ে যায়। এ সময় তিনি ধর্ষককে আগুনের মধ্যে টেনে নেন। এতে ওই ব্যক্তির শরীরেও আগুন ধরে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে ধর্ষকের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
আগুন কলকাতা ধর্ষক পুলিশ হাসপাতাল
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post