All Country News :

web banner

Outsourcing Training


সবচেয়ে জনপ্রিয়

Facebook Page

Twitter Follow

ইংলিশ ভার্সন

/ Hollywood or Bollywood
প্রকাশিত তারিখ : March 4, 2019 | আপডেট সময়: 12:34 PM

91 Views

বিয়ের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে দীপিকা, ফাঁস ছবি!

ranjali_kapoor

২০১৮-র শেষে রণবীর সিংহের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তার আগে রণবীর কপূরের সঙ্গে দীপিকার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু রণবীরের মা নীতু সিংহের নাকি পছন্দ ছিল না দীপিকাকে। সে কারণে এগোয়নি ওই সম্পর্ক। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে বিয়ের পর এই প্রথম রণবীর কপূরের সঙ্গে দেখা গেল দীপিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।

শোনা যাচ্ছে, একটি বিজ্ঞাপনে কাজ করছেন দীপিকা-রণবীর। তার শুটিংয়েই দেখা হয়েছিল প্রাক্তন জুটির। সেই শুটিংয়ের ছবিই ভাইরাল হয়েছে ওয়েব মিডিয়ায়।

সম্প্রতি রণবীর সিংহকে প্রশ্ন করা হয়, তিনি কি দীপিকাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন? স্ত্রী প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে রণবীরের? এর উত্তরে নায়ক বলেছিলেন, ‘‘আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যে ভাবে ভালবাসি তেমনটা আর কেউ পারবে না।’’

আপনার মতামত লিখুন :

[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Facebook-Boost-Service

আরও পড়ুন