
অগ্নিকাণ্ডের পর সীমিত পরিসরে চালু হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ গণমাধ্যমকে জানান, রাত ১২টার পর থেকেই যেসব রোগী ফিরে আসছেন তাদের চিকিৎসা শুরু হয়েছে। সকালের মধ্যে সব রোগী হাসপাতালে চলে আসবেন বলে জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, রাতেই চালু হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতাল।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, নার্স, পুলিশ, র্যাব সবাই তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
তিনি বরেন, যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন প্রায় ১১০০ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। আধাঘণ্টার মধ্যেই সকল রোগীকে উদ্ধার করে হাসপাতালে বাইরে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে শিশু ওয়ার্ডের ৭০ জন রোগী ভর্তি থাকলেও কেউ হতাহত হয়নি দাবি করে তিনি বলেন, আইসিইউতে ১০ জন রোগী ভর্তি ছিলেন। এ ঘটনায় হাসপাতালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, রোগীদেরকে প্রাথমিকভাবে সকল সরকারি-বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশেপাশের সকল অ্যাম্বুলেন্স আমাদের ডাকে সাড়া দিয়েছে। তারা সার্বক্ষণিক কাজ করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post