ব্রাহ্মণবাড়িয়ায় হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভিযানে গ্রেফতার হন তিনি। সড়ক ও জনপথ বিভাগের মাস্টার রোলের কর্মচারীদের বকেয়া বেতনভাতা পরিশোধে ঘুষ দিতে বাধ্য করেছিলেন এই অডিট কর্মকর্তা।
বেতনভাতার চেক দিতে সড়ক ও জনপথ বিভাগের মাস্টার রোলের কর্মচারীদের কাছে ঘুষ দাবি করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর কুতুব উদ্দিন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তার কার্যালয়ে অবস্থান নেন গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা। অবশেষে ঘুষ নেয়া পাঁচ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় কুতুব উদ্দিনকে। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করে এনএসআই। টাকা নেয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত কর্মকর্তাও।
ব্রাহ্মণবাড়িয়া ২ নং পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মো. সোহাগ রানা বলেন, টাকাসহ একজনকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। কী কারণে ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগীরা জানান, রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর সারাদেশের সড়ক ও জনপথ বিভাগে মাস্টার রোলে থাকা ৭ হাজার ৮৭৯ শ্রমিক কর্মচারীর চাকরি স্থায়ীকরণ ও বকেয়া পরিশোধের নির্দেশ দেন উচ্চ আদালত। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬৩ জন শ্রমিকের জন্য ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ওই বেতনভাতা নিতে গেলে পাঁচলাখ টাকা ঘুষ দাবি করেন অডিট কর্মকর্তা কুতুব উদ্দিন।
এদিকে, গ্রেফতার অডিট কর্মকতাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানান জেলার হিসাব বিভাগ। জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আলী বলেন, ওনাকে সাসপেন্ড করা হবে। পরে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কুতুব উদ্দিনকে থানায় হস্তান্তরের পর থানায় ঘুষ নেয়ার অভিযোগ মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
কর্মকর্তা ঘুষ সরকারি
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post