প্রকাশিত তারিখ : February 3, 2019 | আপডেট সময়: 9:30 PM
ছবি : ইন্টারনেট
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় হস্তক্ষেপ৷ সংবিধান বাঁচানোর জন্যই মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিপির বাড়ির সামনে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
ইউনাইটেড ইন্ডিয়া ব়্যালির করার জন্যই আজকে সিবিআইয়ের এই পরিস্থিতি৷
বাংলায় কুছ তো কারো বলে সিবিাই অফিসারদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তারপরই সিবিআইয়ের এই তৎপরতা৷ কলকতার সিপির বাড়িতে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী৷
বিজেপি চোর পার্টি, তৃণমূল নয়৷ বল প্রয়োগ করে ক্ষমতা দলের চেষ্টা করছে বিজেপি৷ ক্ষমতা থাকলে ভোটে জিতে আসুক তারা৷
আমার বাড়িতে যিনি চা দেন তাকেও ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য৷ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকেও গ্রেফতার করা হয়েছিল৷ ডোভালের নির্দেশে চলছে সিবিআই৷
অসমের মুখ্যমন্ত্রী চিটফান্ডের টাকা নিয়েছে৷ তাঁকে কেন গ্রেফতার করা হল না? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ লকেট-বাবুলকে কী গ্রেফতার করা হয়েছে? সিবিাই হানার পর জানতে চাইলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতার সিপি রাজীব কুমার চিটফান্ডের সঙ্গে যুক্ত প্রমাণ করুক সিবিআই৷ ওয়ারেন্ট ছাড়া সিবিআই অভিযান৷ ওরা গ্রেফতার করে দেখাক৷
আমার আজ থুব দুঃখ লেগেছে৷ এটা সংবিধানের উপর আঘাত৷ এটা চলতে পারে না৷ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post