
অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারী এফ টিভি নিউজকে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য কাজী আসাদুজ্জামান আসাদ ক্যান্সারে আক্রান্ত। গুরুতর অবস্থায় তিনি গত ৫-৬ দিন ধরে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।’
সাত্তার বলেন,‘আর্থিক অনটনে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। আসাদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।’
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post