
জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নিয়ে সংসদে যাবে না। স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ড. কামাল হোসেন। ভোট কারচুপির অভিযোগে আগামী ৬ ও ২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ। চা চক্রের আয়োজনকে আমরা পরিহাস বলে মন করি। সুতরাং আমরা মনে করি না এই চা চক্রে যাবার প্রয়োজন আছে।’
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর এ চা চক্রের আয়োজন, সেখানে আমরা যাব না।’
গণফোরামের দুই নেতার শপথ নেয়া প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। আমাদের কেউ শপথ নেবে না।’
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post