মৌসুম শুরুর আগে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েই পড়েছিলেন ইনজুরিতে। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই প্রথমবারের মতো শুরুর একাদশে খেলতে নেমেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
কিন্তু কি দুর্ভাগ্য তার! প্রথমবারের মতো পুরো ম্যাচ খেলতে নেমে আবারও পড়েছেন ইনজুরিতে, ছিটকে গেছেন মাঠ থেকে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই কুচকিতে টান লাগে মেসির। ফলে দ্বিতীয়ার্ধে আর তাকে নামাতে পারেননি কোচ আর্নেস্ত ভালভার্দে।
সেই ম্যাচের পর বার্সা কোচ জানিয়েছিলেন ভয়ের কিছু নেই মেসির ইনজুরিকে ঘিরে। কিন্তু শুক্রবার তিনি যখন গেতাফের বিপক্ষে ম্যাচের স্কোয়াড ঘোষণা করলেন, তখন সেখানে পাওয়া গেলো না মেসির নাম। তাহলে কি আবারও বড় সময়ের জন্য ছিটকে গেলেন মেসি?
এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ভালভার্দে। এমনকি তিনি জানেনও না ঠিক কবে নাগাদ মাঠে নামতে পারবেন মেসি। শনিবার গেতাফের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেসিকে না রাখার কারণ হিসেবে ইনজুরির কারণ উল্লেখ করেছেন ভালভার্দে।
মেসির ইনজুরির গভীরতা বা মাঠে ফেরার সম্ভাব্য সময়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে বার্সা কোচ বলেন, ‘আমি ঠিক জানি না মেসি কতদিন মাঠের বাইরে থাকবে। আমরা আশা করছি খুব দ্রুতই দলের সঙ্গে যোগ দিবে সে। আমার মনে হয় না এটা গুরুতর কিছু। সামান্য ব্যথা শুধু। আমরা দেখবো আগামী সপ্তাহে সবকিছু কেমন যায়।’
ভালভার্দে আরও বলেন, ‘মেসি খেললে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। আর যখন মেসি খেলে না তখন আমরা সত্যিকারের ম্যাচ উইনারের অভাবে ভুগি। তবে আমাদের দলে যথেষ্ঠ ভালো খেলোয়াড় আছে। মেসির ফিরতে দেরি হলেও আমাদের লড়াই চালিয়ে নিতে হবে।’
আপনার মতামত লিখুন :
Lionel Messi মেসি লিওনেল মেসি
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post