
১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির জন্য আগামী ৩০ তারিখ ডেড লাইন।এই দিন বিএনপি রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটি নির্ধারিত হবে।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ১৪ দল আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপিকে এর আগেই সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি বলব, বুকে সাহস থাকলে সংসদে আসুন, গলা উচুঁ করে কথা বলুন। আপনাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলুন। আমরা আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত।
নাসিম বলেন, আমরা বেগম জিয়াকে জেলে রাখতে চাই না। আমরা আর ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আপনারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে আমও যাবে ছালাও যাবে।
জঙ্গিবাদ দমনে সরকার সফল হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার এখন উন্নয়নের ধারায় আছে। দেশের উন্নয়ন আজ বিশ্বে রোল মডেল। তবে আমাদেরও কিছু দুর্বলতা আছে সেগুলো দূর করতে হবে।
বিএনপি এখনো নিঃশেষ হয়ে যায়নি মন্তব্য করে নাসিম বলেন, তারা গোপনে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণতন্ত্র রক্ষা করতে হলে তাদেরকে এই দেশ ও মাটি থেকে উৎখাত করতে হবে।
আপনার মতামত লিখুন :
জঙ্গিবাদ বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post