দলীয় প্রধানের পদ নিয়ে এখন জাতীয় পার্টি প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত। শীর্ষ নেতৃবৃন্দের এমন মুখোমুখি অবস্থানে হতাশ হয়ে পড়েছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। তাদের মতে, দলীয় কোন্দলের কারণে পরপর দুই দফায় সংসদে বিরোধী দল থাকার পরও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারেনি জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা কাজ করছে তাদের মাঝে।
জাতীয় পার্টির চেয়ারম্যান এখন রওশন এরশাদ, নাকি জিএম কাদের এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন দলের কর্মীরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দুইজনই নিজেদের পার্টির চেয়ারম্যান ঘোষণা করায় দলের অভ্যন্তরে চরম হতাশা কাজ করছে।
দলীয় কর্মীরা বলছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বেঁচে থাকা অবস্থায় দলে বিভক্তি দেখা দিয়েছে বেশ কয়েকবার। অনেকে দলছুটও হয়েছেন। এরপরও এরশাদের নেতৃত্ব মেনে নিয়েছেন সবাই।
এদিকে, দলের প্রেসিডিয়াম সদস্যরা মনে করেন, জাতীয় পার্টিতে বিভাজন নতুন কিছু নয়। অচিরেই এই সমস্যা কেটে যাবে বলে আশাবাদ তাদের।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী বলেন, আমরা মনে করি এই বিভেদ অচিরেই কেটে যাবে। এই সমস্যা মিটে যাবে।
আরেক প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, অতীতেও অনেক সদস্য পার্টি ছেড়ে চলে গেছেন। তবে কেউই টিকতে পারেননি।
দলীয় প্রধানের পদ নিয়ে এমন বিরোধের কারণে শুক্রবার সারাদিনই নেতা কর্মীদের স্লোগান আর মিছিলে উত্তপ্ত ছিল জাতীয় পার্টির বনানী কার্যালয়।
আপনার মতামত লিখুন :
এরশাদ জাতীয়
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post