All Country News :

web banner

Outsourcing Training


সবচেয়ে জনপ্রিয়

Facebook Page

Twitter Follow

ইংলিশ ভার্সন

/ National
প্রকাশিত তারিখ : August 5, 2019 | আপডেট সময়: 10:03 AM

39 Views

ডেঙ্গু রোগীর সঙ্গে বাড়ছে পরীক্ষার কিট সংকটও

dengue

সারাদেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে হাসপাতালগুলোতে দম ফেলার সময় নেই চিকিৎসকদের। তবে ডেঙ্গু পরীক্ষার কিট সংকটের কারণে সেবা দিতে বেগ পেতে হচ্ছে তাদের।

বরিশাল : বরিশাল জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৮ জন। রোগীদের সেবায় চেষ্টার কোনো কমতি নেই চিকিৎসক ও নার্সদের।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার ১৩টি উপজেলায় এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২ শতাধিক মানুষ। এদের বেশির ভাগই ঢাকা থেকে ঘুরে গেলেও, স্থানীয় অনেকেই আক্রান্ত হয়েছেন।

যশোর : যশোর জেনারেল হাসপাতালে নতুন কোরে ভর্তি হয়েছেন ১২ জন ডেঙ্গু রোগী। গত ১৭ দিনে জেলায় ১৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৮ জন রোগী। তবে কিট সংকটের কারণে সেবা দেতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেলে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। হাসপাতালে কিট সংকটের কথা স্বীকার কোরে এ সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার পরামর্শ চিকিৎসকদের।

এছাড়া খাগড়াছড়ি, নোয়াখালী, জামালপুর, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

আপনার মতামত লিখুন :

[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Facebook-Boost-Service

আরও পড়ুন