
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন মরিজান (১৭) নামের এক রোহিঙ্গা কিশোরী। সাথে তার মা-বাবা সেজে আসা মোখলেছুর রহমান (৫০) ও লিপা বেগমকেও (৩৮) আটক করা হয়। এর মধ্যে মোখলেছুর রহমানের বাড়ি জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামে। আর লিপা বেগমের বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশী নাগরিকের জন্মসনদ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার আবেদন করতে এলে তাদের আটক করা হয়।
মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। তবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া জন্মসনদে মরিজানের নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী হিসেবে উল্লেখ আছে।
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, দুপুরে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার কাছে আসে এই রোহিঙ্গা কিশোরী। পাসপোর্ট করার সময় যেন সন্দেহ না করা হয় সেজন্য সাজানো মা-বাবাকেও সঙ্গে নিয়ে আসে সে। কিন্তু তার সাথে কথা বলার সময় ভাষা শুনে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে রোহিঙ্গা নাগরিক। পরে তাদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
পাসপোর্ট বাংলাদেশ রোহিঙ্গা
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post