লকডাউনে একদিন কাজ হারিয়েছে বহু মানুষ, অন্যদিকে করোনাকে ঢাল করে বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি ছাড়া করার অভিযোগ বহু উচ্চবিত্ত পরিবারের বিরুদ্ধে। লকডাউন উঠে যাওয়ার পর মা-বাবাকে বাড়িতে এনে স্ত্রীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছে ভারতের সল্টলেকের এক ইঞ্জিনিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার খবরে বলা হয়েছে, লকডাউনের শুরুতে বৃদ্ধ বাবাকে বৈদ্যবাট এলাকায় রেখে এসেছিলেন ছেলে। আনলক-১ এ তাদের নিয়ে আসে। কিন্তু স্ত্রীর দাবি, তারা করোনা এনেছে। বাড়িতে রাখা যাবে না। এই অজুহাতে স্বামীকে নির্মম নির্যাতন করে স্ত্রী।
নির্যাতিত স্বামী সংবাদমাধ্যমকে বলেন, আমার বাবা-মার মেডিকেল ফিট সার্টিফিকেট রয়েছে। আমাকে চড়-থাপ্পড় মারা হয়। সিগারেটের আগুন দেয়া হয়। মুখে লাথি মেরে ঠোঁট ফাটিয়ে দেয়া হয়।
তিনি জানান, পরে পুলিশের কাছে গিয়েছিলাম। তারা বললেন, আইনগুলো সব মেয়েদের পক্ষে। সে কারণে আপনার জন্য তেমন কিছু করার নেই।
আপনার মতামত লিখুন :
পুলিশ স্বামী স্বামী-স্ত্রী
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post