ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান লাকী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। আহত অহনাকে পরে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় সঙ্গে থাকা অহনার ঘনিষ্ঠ বান্ধবী লিজা ইয়াসমীন মিতু মুঠোফোনে বলেন, বুধবার পুরান ঢাকায় একটি অনুষ্ঠান শেষে নিজে ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অভিনেত্রী অহনা। উত্তরা লেকড্রাইভ রোডের ৭ নম্বর সেক্টরে রাত সোয়া তিনটার দিকে পাথার বোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে চাপা দেয়। পরে অহনা এর প্রতিবাদ করতে গাড়ি থেকে নেমে আসেন। এক পর্যায় ট্রাক ড্রাইভার ও তার হেলপার নিচে না নেমে অহনাকে উত্যক্ত করতে থাকেন। এর প্রতিবাদে অহনা ট্রাকের দরজায় উঠলে তাকে নিয়েই ট্রাকটি ১২ নম্বর সেক্টরের দিকে রওনা হয়। এসময় ট্রাকের দরজায় ঝুলতে থাকা অহনা বাঁচাও বলে ডাক চিৎকার দিতে থাকেন। এক পর্যায় বেপরোয়া গতিতে চলতে থাকা ট্রাকটি ব্রেক কষলে ট্রাকটি উল্টে গিয়ে অহনা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। এসময় পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারেনি। এদিকে অহনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় তার কোমরের হাড়ের সংযোগস্থলে চরম আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি বর্তমানে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ৫১১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেট্রো ট ১৫-১৮২৬ নাম্বারের ট্রাক ফেলেই চালক যখন পালিয়ে যায় তখন প্রায় রাত চারটা। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় ট্রাকটিতে আটকানো হয়। অহনার ছোট বোন লিজা মিতু বাদী হয়ে গত ৯ জানুয়ারি উত্তরা থানায় মামলা করেছেন যার নং ২৩০(৫}১। এরইমধ্যে ট্রাকের মালিক পক্ষ থেকে অহনা ও তার পরিবারকে নানান হুমকি দেয়া হচ্ছে বলে জানান অহনা। তিনি বলেন, ০১৮৮৪১২৩৩৪৪ নম্বর থেকে অহনা ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post