
আওয়ামী লীগের সঙ্গে দেশের জনগণের সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতা রেজা কিবরিয়া। তিনি বলেন, নির্বাচনকে ভয় পায় বলেই দলটি পুলিশের সহযোগিতায় ভোট ডাকাতিতে ঝাঁপিয়ে পড়ে। এ অবস্থায় আসল নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নিজের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। সংসদীয় এলাকার যেসব নেতা-কর্মী নির্বাচনে নির্যাতিত হন ও কারাভোগ করেন, তাঁদের সঙ্গে গতকাল শুক্রবার নিজ বাড়িতে মিলিত হন তিনি। তাঁকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার জলালসাপ গ্রামে নিজের বাড়িতে আসেন। তিনি আসছেন জানতে পেরে আগে থেকেই ওই বাড়িতে ভিড় করেন নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা। রেজা কিবরিয়াকে কাছে পাওয়ার পর নেতা-কর্মীরা ভোটের দিন ও আগের দিনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। অনেকে রেজা কিবরিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।
নির্বাচনকে ঘিরে বেশ কিছু নেতা-কর্মী এখনো কারাগারে আছেন উল্লেখ করে রেজা কিবরিয়া তাঁদের মুক্ত করতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post