
এমনিতেই আমাদের কথা কওয়ার সুযোগ কম। পাঁচ বছর পর পর আমরা সুযোগ পাই কথা বলার। এবারতো সেটা আসলো দশ বছর পর। তাই প্রিয় ভাই-বোনেরা, আপনাদের যদি মহাজোটকে কিছু বলার থাকে, ৩০ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে বলবেন। একইভাবে ঐক্যফ্রন্টকে কিছু বলার থাকলেও ভোট কেন্দ্রে গিয়ে বলবেন।
যেই পক্ষেই বলেন, কথা বলবেন। কারণ, কথা না বলতে বলতে এক সময় আপনার কণ্ঠস্বর হারিয়ে যাবে। তখন কঠিন স্পিচ থেরাপি দিয়েও আর কণ্ঠ ফেরত পাওয়া যাবে না।
সুতরাং কথা বলুন, আপনার কণ্ঠ শোনান ক্ষমতাবানদের, জানান আপনি কেমন বাংলাদেশ চান। নাহলে তারা যেমন বাংলাদেশ চান সেই বাংলাদেশেই আপনাকে থাকতে হবে।
(ফেসবুক থেকে সংগৃহীত)
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post