
যশোর-৩ (সদর) আসনে অনিন্দ্য ইসলাম অমিত মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল।
রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এ সময় মনোনয়নপ্রত্যশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল আওয়ালসহ জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ।
উল্লেখ,যশোর-৩ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে তরুণ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে। খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও দলের স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত তরিকুল ইসলামের ছেলে তিনি।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post