
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক মহলের ধারণা, তিনি যশোরের যেকোনো একটি সংসদীয় আসন থেকে দলীয় টিকিট পাচ্ছেন।
সোমবার তিনি জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র পাঠান। তবে এ খবর তাৎক্ষণিক প্রচার হয়নি। মঙ্গলবার সন্ধ্যার দিকে এটা জানাজানি হতে থাকে।
যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন চাকলাদার সোমবার ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম মারফত পদত্যাগপত্র পাঠান। মঙ্গলবার সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে সদর উপজেলার আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, শাহীন চাকলাদার সদর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি নিজে পদত্যাগপত্র নিয়ে জেলা প্রশাসকের দফতরে দিয়ে আসেন।
২০১৪ সালের নির্বাচনে শাহীন চাকলাদার যশোর-৩ (সদর) আসনে মনোনয়ন চেয়েও পাননি। তখন তার সমর্থকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন মনোনয়নের দাবিতে। তবে এবার মনোনয়ন না পেলেও আন্দোলন হয়নি। অথচ তার পক্ষে দলের বড় একটি অংশ গত ৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে রাজপথে সোচ্চার ছিলেন।
রাজনৈতিক মহলে প্রচার রয়েছে, শাহীন চাকলাদার যশোরের ছয়টি আসনের মধ্যে যেকোনো একটিতে দলীয় মনোনয়ন পেতে চলেছেন। তবে অন্য একটি সূত্রের অভিমত, ক্ষোভ-অভিমান থেকে শাহীন চাকলাদার পদত্যাগ করতে পারেন।
তবে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, শাহীন চাকলাদার গণভবনে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। যশোর-৩ আসনে নৌকার মনোনয়ন পাওয়া কাজী নাবিল আহমেদকেও ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত যশোরে কী খবর আসে সেটা জানার জন্য মুখিয়ে আছেন নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post