
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন কখনোই প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সকল দলের সমান সুযোগ সৃষ্টি করতে হলে বর্তমান বিতর্কিত সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে।
বর্তমান সংসদের প্রতি মানুষের কোন আস্থা নেই। আজ ২৮ই সেপ্টেম্বর নগরীর রামপুরাস্থ আল-কারীম মিলনায়তনে সংসদীয় আসন ঢাকা-১১ এর হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অথতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
প্রধান বক্তার আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম বলেন,দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তা বিগত নির্বাচনগুলোতে প্রমাণ মিলেছে। বিগত পৌরসভা, সিটি ও ইউপি নির্বাচনগুলোতে ভয়াবহ ভোট ডাকাতি, কেন্দ্র দখল, কারচুপি ও ভয়াবহ অনিয়মের দৃশ্য দেশবাসি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে ।
ইতিহাস আমাদের শিক্ষা দেয়, শেষ সময়ে অধিকাংশ সরকার স্বৈরচারী হয়ে উঠে, আওয়ামীলীগ এখন সে পথেই হাটছে, তাদের সময় ফুরিয়ে এসেছে ।
মুহাম্মাদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক আল্লামা মাকবুল হোসাইন, নগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ ও মুফতি ওয়ালীউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post