
আঁচলের খুঁটে গিঁট দিয়ে তাঁকে আটকে রাখতে? বিয়ের কেবল চার মাস, এখনো সেসব জানা হয়নি কারও। তবে দেখা গেছে জমকালো এক অনুষ্ঠানে, বউয়ের আঁচল হাতে হাঁটছেন আনন্দ আহুজা।
সম্প্রতি বেগুনি রঙের ঝলমলে এক লেহেঙ্গা পরে র্যাম্পে উঠেছিলেন সোনম কাপুর। তাঁর গলাজুড়ে শোভা পাচ্ছিল অভিজাত অলংকার। মূলত ওই অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মডেল হয়ে র্যাম্পে হেঁটেছিলেন তিনি। সেদিন ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে হাজির হন সোনমের ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজা। হাত ধরাধরি করে হাঁটার সময় বারবার পায়ে জড়িয়ে যাচ্ছিল সোনমের ওড়না। সে জন্য এক হাতে বউয়ের হাত, অন্য হাতে তাঁর ওড়নার কোনা তুলে ধরে হাঁটছিলেন আনন্দ আহুজা। আর এ অবস্থায় ধরা পড়েছেন আলোকচিত্রীদের ক্যামেরায়।
গত শনিবার এক অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড মডেল হিসেবে র্যাম্পে দেখা যায় সদ্য বিবাহিতা সোনমকে। গত মে মাসে মুম্বাইতে মহা ধুমধাম করে বিয়ে করেন তিনি। তাঁদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল বলিউডের একটি বিরাট ঘটনা। হবে না-ই বা কেন, অনিল কাপুরের কন্যা বলে কথা। বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই বারবার খবরের শিরোনাম হচ্ছিলেন তিনি।
কেমন স্বামী পেলেন সোনম? ব্যবসায়ী স্বামীকে নিয়ে ‘ভোগ’ সাময়িকীকে সোনম বলেছিলেন, ‘যেদিন প্রথম আমাদের দেখা হয়, বিচ্ছিরি একটা জুতা ছিল আমার পায়ে। আমি ওকে বলেছিলাম, ওই জুতা পরা অবস্থাতে তুমি আমার প্রেমে পড়েছিলে। আর প্রথম যেদিন ফোনে কথা হয়, তখনই বুঝেছিলাম, সে-ই আমার জীবনসঙ্গী হতে যাচ্ছে।’
অন্যদিকে আনন্দ আহুজা বিশ্বাস করেন, সোনম তাঁকে দিয়েছেন আত্মবিশ্বাস। তিনি বলেছেন, ‘হোক ইতিবাচক বা নেতিবাচক, আমি উভয় দিকেই মনোযোগ দিই। কিন্তু নেতিবাচক জায়গায় আটকে যাই। তখন সোনম আমাকে সাহায্য করে। আমি পেছাতে চাইলে সেই আমাকে আত্মবিশ্বাস জোগায়। তাঁর অনেক ধৈর্য।’
সম্প্রতি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির শুটিং শেষ করলেন সোনম কাপুর। অনুজা চৌহানের উপন্যাস ‘দ্য জয়া ফ্যাক্টর’ অবলম্বনে নির্মিত এ ছবিতে সোনমের নায়ক হিসেবে দেখা যাবে দুলকার সালমানকে। এ ছাড়া সোনমের বাবা অনিল কাপুরও অভিনয় করেছেন তাতে। ছবিটি মুক্তি পাবে আসছে বছরের ফেব্রুয়ারি মাসে। হিন্দুস্তান টাইমস
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post