
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাস।
শনিবার সকালে মুম্বাইয়ে প্রিয়াংকার বাসায় রোকা (আশির্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের পূর্ববর্তী আয়োজন শুরু হয়েছে।
জানা গেছে, বিয়ের এই আয়োজনে রাতে তারকাদের উপস্থিতিতে মুখরিত হবে।যুক্ত হবেন নিক- প্রিয়াংকার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাও।
রোকা অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থিরচিত্রে দেখা যাচ্ছে, প্রিয়াংকা -নিকের পাশে নিকের মা-বাবাকে ভারতীয় পোশাকে দেখা গেছে। নিক- প্রিয়াংকার পাশে বসে আছেন নিকের মা-বাবা। রোকা অনুষ্ঠানে প্রিয়াংকার গায়ে জড়িয়েছেন হলুদ রঙের সেলোয়ার কামিজ আর নিক পরেছেন সাদা পাঞ্জাবি।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post