
প্রায় দেড় মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছেন টাইগাররা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লিটন-মোস্তাফিজরা। শিষ্যদের সঙ্গে ফিরেছেন কোচ স্টিভ রোডসও।
তবে আসেননি বেশ কজন সিনিয়র ক্রিকেটার। ওয়ানডে সিরিজ শেষে ছুটিতে আছেন মাশরাফি। ছুটি নিয়েছেন তামিম-সাব্বিররাও। আর মাহমুদউল্লাহ যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে। এবারের সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে খেলবেন তিনি। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগ পর্যন্ত সেখানে খেলবেন মিস্টার কুল। তাই তাদের ছাড়াই ফিরতে হলো বাকিদের।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর সফল হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ২-১ ব্যবধানে জিতে নেয় তিন ম্যাচ সিরিজ। এ নিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নেয় তারা। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। প্রথমটি হারলেও দুর্দান্ত কামব্যাকে ২-১ ব্যবধানে তিন ম্যাচ সিরিজ ঘরে তোলে সফরকারীরা। এতে ঘোচে ৬ বছরের আক্ষেপ। অর্ধযুগ পর দেশের বাইরে ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণের সিরিজ জেতেন তামিম-সাকিবরা।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post