প্রকাশিত তারিখ : August 4, 2018 | আপডেট সময়: 1:13 PM
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর ধানমন্ডি, জিগাতলা ও সাইন্সল্যাব এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার দুপুর থেকে দফায় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার কথা বলে স্থানীয় ছাত্রনেতারা। অপর দিকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় থাকে শিক্ষার্থীরা।
জানা গেছে, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিতে দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপের করে আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শী শামীম জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেড কোয়ার্টারের গেটের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। অপরদিকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ ও সরকার সমর্থিতরা অবস্থান নেয়।
এ সময় গোলাগুলির ঘটনা ঘটে বলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরিস্থিতি এখন অনেকটাই থমথমে।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর আড়ালে ছাত্রলীগ সশস্ত্র হামলা করেছে। অপর দিকে পুলিশের পক্ষ থেকে কয়েকদফা টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থী নিহতের সংবাদ ছড়ালেও এর সত্যতা পাওয়া যায়নি। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হতাহতরা পপুলার ডায়গনাইস্টিক সেন্টার, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post