বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল ঢুকে পড়েছে— স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট দাবি কর
েছেন সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সেক্রেটারি আকরামুল হাসান।
শুক্রবার (৩ আগস্ট) দুপুরে সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন, ছাত্রদল সবসময় সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায়সংঙ্গত আন্দোলনের পক্ষে থাকে। মনে রাখতে হবে ছাত্রদল করা ছাত্রছাত্রীরা ভিন্ন গ্রহের কোনও প্রাণী নয়, তারাও এদেশের সন্তান। তাই যেকোনও যৌক্তিক আন্দোলনে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে নৈতিক সমর্থন থাকতেই পারে। তবে সাংগঠনিকভাবে ছাত্রদল শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্নতা পোষণ করলেও মাঠে যোগ দেয়নি। তাই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানায় ছাত্রদল।
বিবৃতিতে রাজিব আহসান ও আকরামুল হাসান বলেন, ‘যখনই শিক্ষার্থীরা যৌক্তিক কোন দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তখনই সরকারের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আইনশৃঙ্খলাবাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে। সরকার এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে কোমলমতি শিক্ষার্থীদেরকেও তারা ভয় পায়। ৯ দফা দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ওপর বৃহস্পতিবার ঢাকার মিরপুর ও নারায়নগঞ্জসহ বিভিন্ন যায়গায় ছাত্রলীগ, শ্রমিক লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে হামলা চালিয়েছে তা ৭১ সালের ২৫ মার্চের কথা বার বার স্মরণ করিয়ে দেয়।’
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post