
গল্প ও চরিত্রের প্রয়োজনে প্রতিবারই ভিন্ন লুকে দেখা গিয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে। নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে প্রশংসিতও হয়েছেন। এবার পর্দায় একেবারেই ভিন্ন লুকে সবার সামনে আসছেন এ শীর্ষ নায়ক! যেমনটা এর আগে কখনো দেখা যায়নি।
গত ২৮ জুলাই কলকাতার শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত ‘নেকাব’ ছবির ট্রেলার প্রকাশিত হয়। ২ মিনিট ২৭ সেকেন্ডের এ ভিডিওতে শাকিবকে দেখা যায় ভৌতিক লুকে। যদিও নির্মাতা জানিয়েছিলেন এ ছবিটি নির্মিত হয়েছে ভৌতিক কাহিনী অবলম্বনে।
এর আগে ছবিটির একটি পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছিলো। ভৌতিক এ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস।

জানা যায়, আগামী ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post