
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বর আর কেউ না। সেই ‘বিদেশি বয়’ নিক জোনাস। বিয়ে নাকি এ বছরই। এমনকি গত সপ্তাহে লন্ডনে প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিনে দু’জনের বাগদান পর্বও শেষ হয়েছে। বলছে মার্কিন মিডিয়া পিপল।
আর এ গল্পে সিলমোহর লাগিয়ে দিয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর। শুক্রবার সকালে এক টুইটে জানান, তার আগামী ছবি ‘ভারত’ থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেছেন, “একটি বিশেষ কারণে ভারত ছবিতে কাজ করবেন না প্রিয়াঙ্কা। আর সেই কারণটির জন্য আমরা সকলেই দারুণ খুশি। ভারত ছবির গোটা টিমের তরফ থেকে প্রিয়াঙ্কার জন্য অনেক শুভেচ্ছা রইল।”
এগারো বছরের ছোট নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে বেশ কদিন ধরেই সরগরম বলিপাড়া। পপ গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল প্রবল। আর প্রিয়াঙ্কাও যেন ধরি মাছ না ছুঁই পানি করে পুরো বিষয়টি নিয়ে হেঁয়ালি করে চলছিলেন। যদিও একসঙ্গে ডিনার, মায়ের সঙ্গে দেখা করানো, কোনও কিছুই গোপন থাকেনি।
এবার মার্কিন মিডিয়া ‘পিপল’ জানিয়ে দিল, গত সপ্তাহে প্রিয়াঙ্কার জন্মদিনেই বাগদান পর্ব সেরে ফেলেছেন দুই তারকা। চলতি বছর অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। যদিও প্রিয়াঙ্কা বা নিক এ বিষয়ে সরাসরি কিছুই জানাননি। তবে এ খবর অস্বীকারও করেননি তাঁরা।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post