
আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের বিষয়ে ফোন করা হলে বিএনপি রেসপন্স করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বহুদিন ধরেই সংলাপের কথা বলে আসছি।
আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ফোনে সংলাপ হতে পারে, সেটা আমরা আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জানতে পারলাম। এটা ইতিবাচক। ‘হোয়েন কল মি, উই হ্যাভ কল ব্যাক ডেফিনেটলি’। উনারা আমাদের কল দিলে আমরাও কল দেব।
আজ বিকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, ওবায়দুল কাদেরের একটি সুবিধা আছে, উনি খুব সুন্দর করে যখন যা কিছু ইচ্ছা তা বলতে পারেন। আজ আপনাদের মাধ্যমে আবার বলছি। আসুন কোথায় বসবেন। কোথায় আলোচনা করবেন। আমরা প্রস্তুত। কারণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। একটি সুন্দর সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান রোডে মেট্রোরেলের কার্যক্রম পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই। রাজনীতিতে ওয়ার্কিং আন্ডার স্ট্যান্ডিংয়ের (সমঝোতা) জন্য বিএনপির নেতাদের সঙ্গে ফোনে কথা হতে পারে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post