
কিছু মানুষের কোনো পেশা থাকে না। এটা বিশ্বাস করে সবুজ। নিজেকে সে খুব স্পেশাল মনে করে। এ জন্য সবুজ কোনো কাজ করে না। সবুজের নিজেকে স্পেশাল ভাবার কারণ হচ্ছে গান। বাংলা সিনেমার প্রায় সব গানই তার জানা আছে।
প্রতিটি কথাই সে শুরু করে কোন না কোন গান দিয়ে। কোনো কিছুর উপমাও দেয় গান গানে গানে। কথায় কথায় সে গান ব্যবহার করে। গ্রামের কোন লোক কোন বিপদে পড়ে তার কাছে এলেও সে একটা গানের লাইন দিয়ে উপদেশ দেয়। এই জন্য গ্রামের লোক তাকে গানম্যান বলেই ডাকে।
আর এতে সবুজ সব সময় গর্ববোধ করে। এমন গল্প নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘গানম্যান’। নাম ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। এটি রচনা ও পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য।
নাটকটিতে আরো অভিনয় করেছেন অভিনেতা আলীরাজ, নাজিয়া হক অর্ষা, তারিক স্বপন, রাশেদা চৌধুরী, এমিলা হক প্রমুখ। আগামী ঈদে বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post