
বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী গেলেন ব্যাংককে। ‘ক্যাপ্টেন খান’ ছবির শেষ দিককার শুটিং করতেই তাঁদের এই যাওয়া। সেখানে গানের শুটিংই করবেন তাঁরা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে এমনটাই জানালেন শাকিব খান।
সামনের ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে শাকিব খান ও শবনম বুবলীর ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। গান ছাড়া ছবিটির বাকি সব দৃশ্যের শুটিং বাংলাদেশে শেষ হয়েছে। সব কাজ শেষে ১২ আগস্ট ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য দেওয়া হবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
শাকিব বলেন, ‘ঈদে যে ধরনের ছবি দর্শকেরা দেখতে চান, এই ছবিটি তেমনই গল্পের। দৃশ্যগুলোর কাজ বাংলাদেশের যেসব লোকেশনে করা হয়েছে, এসব জায়গার অনেকটাই দর্শকেরা পর্দায় আগে দেখেনি। গানের দৃশ্যায়নের ক্ষেত্রেও তেমন চমক রাখার চেষ্টা করছেন পরিচালক। ব্যাংককের যেখানে গানের শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে, দর্শকদের এসব জায়গা একেবারেই অচেনা। সবাই মিলে একটা চমৎকার ছবি বানানোর চেষ্টা করছি, প্রেক্ষাগৃহে আসার পর তা সবাই টের পাবেন।’
বুবলী বলেন, ‘এই ছবির কাজ আরও আগে শেষ হয়ে যেত। বৃষ্টির কারণে কাজ বাধাগ্রস্ত হয়েছে। গানের শুটিং আরও আগে করার কথা ছিল, ফাইনালি আমরা যাচ্ছি। এই ঈদে দর্শকদের পুরোপুরি বিনোদধর্মী একটা ছবি উপহার দিতেই এই চেষ্টা। সুন্দর গল্পের পাশাপাশি আধুনিক নির্মাণের একটি ছবি দর্শকেরা এবারের ঈদে দেখতে পাবেন, তেমনটা নিশ্চিত করে বলতে পারি।’
এদিকে শুটিং শেষ না হলেও এরই মধ্যে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। ক্যাপ্টেন খান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মতে, কয়েক দিন আগে থেকে প্রেক্ষাগৃহ মালিকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। হাই রেন্টালেও তাঁরা ‘ক্যাপ্টেন খান’ ছবির বুকিং নিচ্ছেন। আমাদের ইচ্ছে, ২০০ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার।’
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post