
থাইল্যান্ডে প্রকাশ্যে নগ্নতা প্রদর্শন অসম্মানের চোখে দেখা হয়। এই তো গত বছর জুলাইয়ে পাতায়ার সমুদ্র সৈকতে পার্টি হচ্ছিল। সেখানে এক ফাঁকে সৈকতের বালুকারাশিতে প্রকাশ্যে যৌন সম্পর্কে লিপ্ত হন এক বৃটিশ দম্পতি।
এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এভাবে কোনো পর্যটক থাইল্যান্ডের স্থানীয় আইন লঙ্ঘন করলে তাকে ৫ হাজার বাথ পর্যন্ত জরিমানা করার বিধান আছে। এ বিষয়টি নতুন করে সামনে এসেছে ইংলিশ টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, লেখিকা, গায়িকা, ডিজাইনার ও ব্যবসায়ী কেটি প্রাইসের একগাদা রগরগে ছবি প্রকাশ হওয়ার পরে। কয়েকদিন আগে এ নিয়ে রিপোর্ট প্রকাশ হলেও এখন বৃটিশ মিডিয়া কেটি প্রাইসের ছবিতে ঠাসা।
একের পর এক ছবি প্রকাশিত হচ্ছে। আগে যেসব ছবি প্রকাশিত হয়েছিল তাতে তাকে বলা হয়েছিল টপলেস। কিন্তু এখন যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে তিনি শুধু টপলেস নন, তার পুরো শরীর নগ্ন। শরীরের কোথাও পোশাক বলতে কিছুই নেই। এমনই পুরো নগ্ন শরীরের বহু ছবি প্রকাশিত হয়েছে। সম্প্রতি বয়ফ্রেন্ড কিস বয়সনকে সঙ্গে নিয়ে তিনি ছুটে যান থাইল্যান্ডের সমুদ্র সৈকতে।
সেখানে ৪০ বছর বয়সী এই সাবেক গ্লামারগার্ল যে কান্ড ঘটিয়ে এলেন তাতে সবার চোখ আকাশে উঠে গেছে। তাকে প্রথমে দেখা গেছে বিকিনিতে। পরে যখন সমুদ্রের পানিতে নামের প্রেমিক বয়সনকে নিয়ে তখন তার শরীর পুরো নগ্ন। থাইল্যান্ডের কোহ সামুই সৈকতে বয়ফ্রেন্ডকে নিয়ে মেতে ওঠেন জলকেলিতে। এ সময় কে তাকে দেখছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না কেটি প্রাইসের, যেন জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার তিনি পেয়ে গেছেন।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post