
প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে আবারও চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তার সহধর্মিনী শেলী মান্না। আসছে অক্টোবর থেকেই নির্মিত হতে যাচ্ছে নতুন ছবিটি। এর নাম ‘জ্যাম’। এটি নির্মাণ করবেন মেধাবী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।
ছবির মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার।
মান্নার স্ত্রী শেলী মান্নার সঙ্গেও ঋতুপর্ণার সম্পর্ক পারিবারিক। যে কারণে যতবারই ঋতুপর্ণা ঢাকায় এসেছেন ততবারই তিনি মান্নার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দেখা করেছেন।
আগামী ২৩ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা ক্লাবে ‘জ্যাম’ ছবির শুভ মহরতের আয়োজন করা হয়েছে। আর এই ছবির মহরতে অংশ নিতেই আগামীকাল ২২ জুলাই সকালের ফ্লাইটে ঢাকায় আসছেন ঋতুপর্ণা।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘আশা করছি আগামী অক্টোবরে ‘জ্যাম’ ছবির কাজ শুরু করতে পারব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই চলচ্চিত্রে ঋতুপর্ণাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে তিনি এই চলচ্চিত্রের মূল নায়িকা নন। কিন্তু ঋতুপর্ণার চরিত্রটি ‘জ্যাম’র গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। আশা করছি আমাদের সঙ্গে ঋতুপর্ণার কাজ অনেক ভালোভাবেই হবে।’
মহরতে অংশ নিয়ে আগামী ২৪ জুলাই আবার কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post