
মডেলের পরনে সোনালি বিকিনি। আর কোলে পাঁচ মাসের শিশুকন্যা। মায়ামির ক্যাটওয়াকে সেই মেয়েকে স্তন্যপান করাতে করাতেই এগিয়ে এলেন মার্কিন মডেল মারা মার্টিন। সে ছবি নিজে শেয়ার করলেন ইনস্টাগ্রামেও। তা নিয়ে এখন ইন্টারনেট তোলপাড়।
গত রবিবার ওই অনুষ্ঠানে মারা তাঁর কন্যা আরিয়ার কানে দিয়ে দেন শব্দরোধী হেডফোন আর তাকে পরান সবুজ সুইমওয়্যার। ইনস্টাগ্রামে সেই ছবি দেখে অনেকেই প্রশংসা-অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন মারাকে। কিন্তু তাঁর এই পদক্ষেপ ঠিক নয় বলে সমালোচনাও ধেয়ে এসেছে। মারা অবশ্য বলেছেন, ‘ ‘রোজ যেটা করি, সেই কাজের জন্য আমি আর আমার মেয়ে শিরোনামে চলে এসেছি, এটা ভাবতে পারছি না। অবাস্তব লাগছে। সবাইকে ধন্যবাদ। ‘ ‘ তার পরেই মারার সংযোজন, ‘ ‘সবাইকে এই বার্তাটা দিতে পেরে ভাল লাগছে। শিশুকে স্তন্যপান করানো একটা স্বাভাবিক কাজ। সেটা সবাই বুঝুক। আর জানুক, মহিলারা চাইলে সব পারেন।’ ‘
শো-এর পরে জানা যায়, রবিবার মেয়েকে কোলে নিয়ে র্যাম্পে স্তন্যপান করানোর সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া। আয়োজক সংস্থাও তেমনটাই জানিয়েছে। মারা বলেছেন, ‘ ‘মেয়ের রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। ওর খিদেও পেয়ে যায়। এ দিকে শো-এর সময় কেবল পিছোচ্ছে।’ ‘ তখন আয়োজকদের মধ্যেই এক জন মারাকে পরামর্শটা দেন। বলেন, মেয়েকে খাওয়াতে খাওয়াতেই র্যাম্পে হাঁটো তুমি। সময় নষ্ট না করে এগিয়ে যান মারা।
গত বছর অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালীন সেনেটর ল্যারিসা ওয়াটার্স তাঁর দু’মাসের মেয়েকে স্তন্যপান করিয়ে শিরোনামে আসেন। তিনি বলেছিলেন, ‘ ‘শুধু মেয়েকে স্তন্যপান করানোর জন্য নয়, এখানকার সব তরুণীকে বলতে চাই পার্লামেন্ট তোমারও।’ ‘ বিতর্ক হলেও ২০১৬ সালে স্পেনের এমপি ক্যারোলিনা বেসকানসা পার্লামেন্টে ছেলেকে স্তন্যপান করাতে দ্বিধা করেননি।
কিন্তু আমেরিকার মতো দেশে প্রকাশ্যে শিশুকে স্তন্যপান করানো নিয়ে নানা ‘ছুতমার্গ’ রয়েছে। এখানে শিশুদের যত্ন নিতে মায়েদের সব সময়ে উৎসাহ দেওয়া হলেও কর্মরতা মাকে শিশু জন্ম দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই কাজে ফিরতে হয়। ফলে সমস্যায় পড়েন অনেকেই। প্রকাশ্যে স্তন্যপান করানোর ‘ঝুঁকি’ নেওয়ার ব্যাপারে অনেক মাকেই দু’বার ভাবতে হয়। আমেরিকার হাতে গোনা কয়েকটি প্রদেশে মহিলাদের এ ব্যাপারে নিরাপত্তা দেওয়া হয়। বাকি জায়গায় এখনও প্রকাশ্যে স্তন্যপান নিয়ে আপত্তি ওঠে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post