
যাঁরা ডেস্কটপ থেকে মাইক্রোসফটের স্কাইপ সংস্করণ ব্যবহার করেন, তাঁরা শিগগিরই এ সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ পাবেন। স্কাইপ ফর ডেস্কটপ বা স্কাইপ ৮.০ সংস্করণটি আগের স্কাইপ ক্ল্যাসিক ৭.০ সংস্করণের বদলে পাওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকে নতুন সফটওয়্যারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্কাইপের নতুন সংস্করণে বিনা মূল্যে এইচডি ভিডিও ও গ্রুপ কল করার সুবিধা থাকবে। গ্রুপ কলে একসঙ্গে ২৪ জনকে যুক্ত করা যাবে। গত সোমবার এক ব্লগ পোস্টে স্কাইপ টিম এ তথ্য জানিয়েছে।
ব্লগ পোস্টে বলা হয়, স্কাইপ কমিউনিটি থেকে প্রতিক্রিয়া নিয়ে স্কাইপ ৮.০ সংস্করণটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহারবান্ধব করার পাশাপাশি নতুন ফিচার যুক্ত হয়েছে। এতে বার্তা পাঠানোর সময় প্রতিক্রিয়া জানানোর সুবিধা, কাউকে সম্বোধন করার সুবিধা, গ্রুপ চ্যাটে ব্যক্তিগত নোটিফিকেশন যোগ করার সুবিধা আছে। এতে চ্যাট মিডিয়া গ্যালারি যুক্ত করার এবং ৩০০ মেগাবাইট পর্যন্ত ছবি ও ভিডিও শেয়ার করা যাবে।
শিগগিরই এতে ক্লাউডভিত্তিক ভিডিও কল রেকর্ডিং, এনক্রিপটেড অডিও কল ও বার্তা-সুবিধার মতো বাড়তি সুবিধা যুক্ত হবে।
আইপ্যাডের জন্যও স্কাইপের নতুন সংস্করণটি হালনাগাদ করা হবে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post