
শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি সোমবার চলচ্চিত্র সেন্সর প্রদর্শিত হয়। এরপর সেন্সর সদস্যরা ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেন। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব আলী সরকার জানান, গত বৃহস্পতিবার ‘ভাইজান এলো রে’ ছবিটি সেন্সরবোর্ডে মুক্তির অনুমতি নিতে জমা দেয়া হয়। সোমবার দুপুরে প্রদর্শনের পর কর্তন ছাড়াই ছাড়পত্র পায় ‘ভাইজান এলো রে’।
আসছে ২০ জুলাই সারাদেশে মুক্তি পাবে ছবি দুটি। শাকিব-জিৎ এর লড়াই জমবে এবার বাংলাদেশে। ‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালকও ছিলেন তিনি। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। ‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।
‘ভাইজান এলো রে’ বাংলাদেশে আমদানি করে মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। বিনিময়ে ওপারের জন্য থাকছে ‘দুলাভাই জিন্দাবাদ’।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post