
গতকাল রোববার থেকেই বিষয়টি লক্ষ করা হয়। অনেকে অপুর আইডি হ্যাকড হয়েছে বলে সতর্কও করেছেন। তবে আইডি হ্যাকড হলেও ব্ল্যাকমেইলের শিকার হননি তিনি। বরং হ্যাকারের কাছ থেকে পেয়েছেন ভালোবাসার বারতা।
জানা গেছে, অপুর আইডিটির সিকিউরিটি সিস্টেম নাকি দুর্বল ছিলো। তাই তার এক প্রিয় ভক্ত সেটি হ্যাকড করে সিকিউরিটি মজবুত করে দিয়েছে। অপু বিশ্বাস এই ব্যাপারে বলেন, ‘গত রোববার আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়। যিনি হ্যাক করেছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী, আমার অভিনয়ের ভক্ত। আইডি হ্যাক করে তিনি নিজেই মেসেজ দিয়েছেন। পরে আমি তাকে ফোন করলে জানান, আমার আইডিটা দুর্বল ছিল। নিরাপত্তাজনিত সমস্যা ছিলো। সবকিছু তিনি সমাধান করেছেন।’
তিনি আরো বলেন, ‘পুরো ব্যাপারটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতার। আমি ওই ভক্তকে ধন্যবাদ দিয়েছি। তিনি ভালো মানুষ। সবকিছু ঠিক করে আমাকে আইডিটা ফেরত দিতে চেয়েছেন। আজ সন্ধ্যায় হয়তো আইডিটা আমি ওপেন করব।’
এদিকে অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি নিয়ে ব্যস্ত রয়েছেন। এখানে তার নায়ক বাপ্পী চৌধুরী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটির শুটিং শেষ হয়েছে। বাকী আছে কেবল গানের দৃশ্যায়ন। পাশাপাশি ‘কলকাতার ‘শর্টকাট’সহ আরও কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post