
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী । তাঁর এবারের ছবি ‘রিকশা গার্ল’। এরই মধ্যে ছবির নায়িকা চরিত্রের জন্য ২০ বছর বয়সী একজন তরুণীকে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু তাঁর নাম এখনই ঘোষণা করতে চান না পরিচালক। এবার জানা গেছে, এই ছবির বড় চমক হলো তাতে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আজ রোববার দুপুরে প্রথম আলোকে তা জানালেন অমিতাভ রেজা চৌধুরী।
‘রিকশা গার্ল’ ছবির গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে। এখানে ‘রিকশা গার্ল’ চরিত্রের নাম নাইমা। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মেয়েটি অভিনব পদ্ধতি অবলম্বন করে। পুরুষের বেশে অসুস্থ বাবার রিকশা নিয়ে রাস্তায় বের হন। এক দুর্ঘটনায় বাবার প্রিয় রিকশাটি ভেঙে যায়। রিকশার ভেঙে যাওয়া অংশ ঠিক করতে শুরু হয় নাইমার নতুন সংগ্রাম। এভাবেই ‘রিকশা গার্ল’ ছবিতে নাইমা চরিত্রের সংগ্রামের কাহিনি তুলে ধরা হবে।
জানা গেছে, ‘রিকশা গার্ল’ ছবিতে শাকিব খানকে দেশের জনপ্রিয় নায়ক হিসেবেই দেখানো হবে। অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘দেশের মানুষের কাছে শাকিব খান যেমন, ঠিক সেভাবেই আমরা তাঁকে পর্দায় উপস্থাপন করব। তবে এটি কোনোভাবেই অতিথি চরিত্র নয়।’
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্বাধিক বিক্রির তালিকার শীর্ষে ছিল। নিজের নতুন ছবির জন্য এই উপন্যাস বেছে নেন অমিতাভ রেজা চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র চিত্রনাট্যকারদের একজন তিনি। ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস। ‘রিকশা গার্ল’ ছবির মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের ঐতিহ্য আর ধারণাকে তুলে ধরা হবে। ছবিতে থাকবে অ্যানিমেশনও।
অমিতাভ রেজা চৌধুরী বলেন, ছবির নাম ‘রিকশা গার্ল’ হলেও শাকিব খানের চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। তাঁকে আমরা যেমন চলচ্চিত্রের হিরো হিসেবে দেখি, এখানেও সেভাবেই দেখব। শাকিব খান ছবিতে অভিনয় করতে আগ্রহী হয়েছেন, তাতেই আমি অনেক খুশি। এই চরিত্র নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। শাকিব খানকে একেবারে অন্যভাবে উপস্থাপন করব, যা দেখে দর্শক চমকে যাবেন। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’
শাকিব খানের সঙ্গে চুক্তি হয়েছে? অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প শুনে তিনি কাজটি করতে রাজি হয়েছে। কাগজে-কলমে আগস্ট মাসে চুক্তি হবে। শুটিংয়ের জন্য অক্টোবর-নভেম্বরে একটা শিডিউল ঠিক করে রেখেছি, এখন দেখা যাক। নির্বাচন আর দেশের সার্বিক পরিস্থিতির ওপর বাকিটা নির্ভর করছে। তবে আমি শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।’
এরপর কথা হয় শাকিব খানের সঙ্গে। এফ টিভি নিউজকে তিনি বলেন, ‘এফডিসির শুটিং স্পটে অমিতাভ রেজা চৌধুরী এসেছিলেন। তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি মনে করছেন, ছবিতে আমি থাকলে ভালো হবে। গল্পটা শোনার পর আমারও ভালো লেগেছে। মনে হলো, অন্য রকম কিছু হবে। পর্দায় আমাকে উপস্থাপনের ভাবনা শুনে মুগ্ধ হয়েছি। তাই মৌখিকভাবে সম্মতি দিয়েছি।’
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post