
মালয়েশিয়াজুড়ে চলছে মেগা-থ্রি অভিযান। এ অভিযানে শুক্রবার ভোর (১৩ জুলাই) পর্যন্ত ২০ জন বাংলাদেশিসহ ১৮১ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১৪০ জন ইন্দোনেশিয়ার আর মিয়ানমারের ২১ জন রয়েছে। অভিযানে প্রথমে ২৫৮ জনকে আটক করা হয়। তবে বৈধ কাগজপত্র চেক করার পর বাকিদের ছেড়ে দেয় অভিবাসন বিভাগ।
শ্রমিক অধ্যুষিত লেনবাহ কেলাং এলাকায় অভিযান চালানোর সময় আতঙ্কে ছোটাছুটির সময় চারজন নাইজেরিয়ানের আঘাতে অভিবাসন বিভাগের কয়েকজন পুলিশ আহত হয়।
অভিযান প্রসঙ্গে অভিবাসন বিভাগের প্রধান দাতু কে সেরি মোস্তাফার আলী বলেন, মেগা-থ্রির অভিযানের পাশাপাশি চালু রয়েছে থ্রি-প্লাস ওয়ান। আর এ থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে সেচ্ছায় যে কেউ আউটপাস সংগ্রহ করে যারযার দেশে যেতে পারবেন।
তিনি সাংবাদিকদের জানান, আমরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছি। যারা এই রি-হিয়ারিংএর আওতায় বৈধ হতে ব্যর্থ হয়েছে, তাদের সঙ্গে আর কোনো আপস করা হবে না। অবৈধদের যে কোনো মূল্যেই হোক গ্রেফতার করা হবে। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ,১৯৬৬ ,১৯৬৩ অনুযায়ী ৮১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post