
কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলাকারীদেরই এখন গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, উচ্ছৃঙ্খলা তো কখনও বরদাস্ত করা যায় না। যারা ভেন্ডালিজম করেছে এখানে যারা আক্রমণ করেছে তাদেরকে ছাড়া হবে না। তাদেরকে ছাড়া যায় না। কাজেই তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে। তারা যত আন্দোলনই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ তারা লেখাপড়া শিখতে আসেনি।
বৃহস্পতিবার (১২ জুলাই) জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে বিরাধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ কোটা সংস্কার আন্দোলনকারীদের সহানুভূতির দৃষ্টিতে দেখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোটা নিয়ে ছেলে-মেয়েদের মধ্যে বিভ্রাট দেখা যাচ্ছে। কোটা নিয়ে আন্দোলন করছে। তারা তো আমাদের সন্তান। তারা তো আবদার করবেই। তারা তো চাকরি চাইবে। স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো তিনি যেন সহানুভূতির দৃষ্টি নিয়ে বিষয়টি বিবেচনা করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীরা ঠিক যে কি চায় সেটা কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post