
বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়। মঙ্গলবার দীর্ঘ দিনের বান্ধবী মাদালসা শর্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মহাক্ষয়ের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছরের ৭ জুলাই নাকি বিয়ে করবেন মহাক্ষয় ওরফে মিমো। কিন্তু তার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েন মিঠুনের বড় ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী।
সেই অভিযোগের ভিত্তিতে দিল্লির রোহিণী আদালতে মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। ইন্ডিয়া টুডে-র প্রকাশিত খবর অনুযায়ী, আদালতের নির্দেশেই এফআইআর দায়ের হয়েছিল। যদিও এ বিষয়ে মিঠুন চক্রবর্তী ও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শোনা গিয়েছিল, বিয়ে বাতিল হয়ে গিয়েছিল মহাক্ষয়ের।
তবে এ দিন বলি মহলের কিছু সূত্র জানাচ্ছে, বিয়ে নাকি সে দিন মোটেই বাতিল হয়নি। রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও পালন হয়েছে। শুধু অতিথি তালিকা ছোট করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণ, জোর করে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ এনেছেন এক মহিলা। পাশাপাশি প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post