
এফডিসিতে চলছে শাকিব খান অভিনীত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং। ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন শবনম বুবলী ও কলকাতার পায়েল মুখার্জি। এই লটের শুটিংয়ে অংশ নিতে গত ৩ জুলাই রাতে ঢাকায় এসেছেন পায়েল। গত শনিবার এফডিসির ৩নং ফ্লোরে ছবির একটি পার্টি গানে অংশ নেন শাকিব খান ও পায়েল মুখার্জি।
পায়েল এর আগেও কক্সবাজারে শাকিবের সাথে ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পায়েল মুখার্জি বলেন, ‘শাকিবের সঙ্গে বার গার্ল হিসেবে একটি পার্টি গানে অংশ নিয়েছি। এছাড়াও সিক্যুয়েন্সের দৃশ্যায়নও করেছি। এই ছবিতে শাকিবের সঙ্গে রোমান্সও রয়েছে আমার। তার পাশাপাশি একটা বড় জার্নি রয়েছে। বেশ ভালো একটা প্রজেক্টে কাজ করেছি।’
পায়েল জানান, আগামীকালই (১০ জুলাই) কলকাতায় ফিরে যাবেন তিনি। বাকি অংশের শুটিং শেষ করতে কিছুদিন পর আবার ঢাকায় আসবেন তিনি ।
বর্তমানে শাকিব খানের হাতে আছে বেশ কয়েকটি ছবি। একের পর এক সিনেমার শুটিং করে চলেছেন তিনি। এই পর্যন্ত কলকাতায় পাঁচটি ছবিতে কাজ করেছেন পায়েল মুখার্জি।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post